T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় রীতা ভদ্র দত্ত

দিনলিপি
শব্দের স্রোতে এগিয়ে চলে জীবন,
মুহূর্তরা হোঁচট খায় তরঙ্গের আঘাতে,
বুকের ভেতর চর্যাপদের অনন্ত শয়ান
কবিতায় লেখা হয় জীবনের গান।।
আকুল আর্তরব দিনান্তের আখর যাপন
সলিল সমাধি হয় কত শত ইচ্ছে পাখিদের,
তবুও শিলালিপি লেখা হয়, রয়ে যায় প্রস্তর লিখন
ইতিহাসের পাতা ভরাট বুননে লেখে রক্তপান্ডুলিপি।
এখনও রঙিন স্বপ্নেরা ছবি লেখে কবির খাতায়
ভেসে চলে অনন্ত পারাবারে নীরবে নিঃশব্দে,
রাজপথ, নদীতীর, নগর, গঞ্জ কিংবা অন্ত:পুরে,
বেহুলা ভাসানে লেখা হয় সেদিনের দিনলিপি।
অস্ত যায় দিনমণি, আঁধারের ঘন মেঘে ঢেকে যায়
দিশাহীন জীবনের মায়াময় ছায়াময় সর্পিল পথ,
বিষাদ পরত ছুঁয়ে ছুঁয়ে যায় শুধু হাওয়াদের গান-
যাপন কালের কাহিনি ইতিবৃত্তের স্মারক সম্মান।।