• Uncategorized
  • 0

|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || রিয়া ভট্টাচার্য

অন্য দোল

রঙিন দিনগুলি প্রতিরাতে স্মৃতিফাগ হয়ে ঝরে পড়ে বিছানাতে…
ইতিউতি ছড়ানো লাল – নীল অহংকার,
চিবুকের ভাঁজে এখনো লুকিয়ে গোলাপী লজ্জাসুখ ‘
আবেগের হলুদ ঝরে গেছে কবেই ;
সিঁথির আগায় লেগে থাকা লালচে সিঁদুরটার মত।
সাদাটে থানে এখন সংযম এর কালচে বসত…
একাদশী – উপবাসে রোজানা অবক্ষয়,
বিধাতার দপ্তরে অচেনা অপরাধের সালতামামি ‘
শমনের পিচকারি ভরে মাথায় ঢেলে দেওয়া ;
ধোঁয়াটে কলঙ্কদাগ।
হোলিকা দহনে নিত্য পুড়ে মরা শরীরী বাঘটাকে…
জোছনারাতে যখন মিঠে আদর দিয়ে বোঝায় ফুটফুটে সাদা আলো,
নালিশ জানাবার নিমিত্ত দায় হারায় সমাজের শিঞ্জিনী ‘
শ্যামরাইয়ের নীলে নীলাক্ত মন থেকে তখন ;
চুঁইয়ে চুঁইয়ে নামে —-
ফাগুন দেশের অনিত্য কিংশুক রাগিনী।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।