T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় রঞ্জনা বসু

ভালো নেই কেউ…
ওরে সোনার মেয়ে
কেউ ভালো নেই তোকে ছাড়া
এই ভীষণ অন্ধকারে।
বুকের ভেতর রক্তক্ষরণ
মনের ভেতর জ্বালা
ন্যায়ের জন্য সবাই পথে
জেগে থাকার পালা।
অনেক হলো লুটের খেলা
দখলদারির কারসাজিতে
মিথ্যা ফানুস উড়িয়ে দেওয়া
রঙিন চোখের কল্পনাতে।
তোর চোখে যে আগুন ছিল
আজকে সবার চোখে
শিড়দাঁড়াটা শক্ত করতে
তুই শেখালি যে…
আলোর পথে চলতে চেয়ে
দিন সাজানো স্বপ্ন নিয়ে
গড়তে চাওয়া জীবনটাতে
দুঃখ এল কত!
এমন কথা ছিল নাতো
জীবন হতো আলোর মতো
তা হলো না কেন?
প্রশ্ন অনেক, উত্তরটা
আজ জানা নেই কারও
কেউ ভালো নেই সেদিন থেকে
তোর জন্য কাঁদছে সবাই
ন্যায়বিচারের জন্য
পথ করেছে ঘর
সময় এখন জেগে থাকার
খুলুক সবার দোর।