T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় রতন বসাক

চেষ্টা করে যাও
গাঁয়ের পথে কাঁচা বাদাম বেচে যেতো রোজ
চলার সময় তারে দেখে কেউ নিতো না খোঁজ।
ছন্দ মিলের ছড়া গানে ভরাতো সে মন
কিছু বাদাম বেচার জন্য এটাই ছিল ধন।
একদিন কেহ রেকর্ড করে নেটে ছেড়ে দেয়
গানটা শুনে ছবি দেখে পাবলিক সেটা নেয়।
ধীরে ধীরেই জগৎ জুড়ে ভাইরাল হয়ে যায়
ছড়ার কথা গানের সুরে সুনাম দারুণ পায়।
অল্প দিনেই মন মাতিয়ে করে নিলো নাম
সেই ছেলেটার গুণের জন্য বেড়ে গেলো দাম।
গান শোনাতে ভিন্ন স্থানে পাচ্ছে অনেক ডাক
নিজের সাথে দেশেরও সে উঁচু করছে নাক।
তাইতো বলি কার যে কখন ভাগ্য ফেরে ভাই
আগে থেকে জেনে রাখার উপায় কিছুই নাই।
চেষ্টা করো নিজের মতো বদলে যাবে দিন
ধনী গরিব সবাই মানুষ কেহ নয়তো হীন।