T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় রাজদীপ ভট্টাচার্য

ভাষা
ভাষা এক জন্মজড়ুল
যেখানে প্রেমিকা হাত রাখে
বলে – আজ বলতেই হবে
ভালো তুই বাসিস কাহাকে?
ভাষা এক নাড়ী যার জোড়
কাটতে পারে না কিছুতেই
কাটবে কী! দেয় না সে ধরা
সাহস হয় না তা ছুঁতেই
ভাষা এক পাখির পালক
যার গায়ে সাতরঙ আঁকা
ওড়ে আর সুরে গায় গান
সেই গানে ভালোবাসা মাখা
ভাষা এক মৃতদেহস্তূপ
যে কবিতা রক্ত দিয়ে লেখা
আমাদের পূর্বপুরুষেরা
উজাড় করেছে আয়ুরেখা
ভাষা মা’র পেটের ভিতর
রক্তের জোয়ার ভাটায়
ভাষা সেই শুদ্ধ আগুন
বাঁশ দিয়ে ঘিলুকে ফাটায়