কবিতা সিরিজে রতন বসাক

১| আয়ত্বে রাখো

বীর্য দেহের শক্তি বাড়ায়
উজ্জ্বল রাখে মুখ,
নারী পুরুষ মিলনকালে
পায় স্বর্গীয় সুখ।
কেমন করে কবের থেকে
ধরায় হলো শুরু,
অনেকে মানে এডাম ইভ
এই খেলার গুরু।
ক্ষমতা এর এতো অধিক
নতুন সৃষ্টি করে,
নারীর গর্ভে গেলে পরেই
সন্তান রূপ ধরে।
সমাজ নীতি ছাড়াই যদি
বীর্যের খেলা করো,
মনে রাখবে তার কারণে
পাপের খাতা ভরো।
নিজ আয়ত্বে রাখতে হবে
তাতে সম্মান বাড়ে,
অন্যায় ভাবে বীর্য খেললে
নিন্দা করবে তাঁরে।

২| সত্যি কিনা

মনের কথা লিখেই যাচ্ছি
দয়া কোনো চাই না,
লেখার জন্য কারো থেকে
অর্থ কিছুই পাই না।
সত্য কথাই লিখতে থাকি
মিথ্যে গুণটা গাই না,
লেখাগুলো ছাপার জন্য
তেল মাখাতে যাই না।
গায়ে খেটে কামাই করছি
অন্যায় আয়টা খাই না,
কল্পনা আর বাস্তবের মিল
লেখায় আছে তাই না?
ভয়টা পেয়ে লিখলে পরে
সত্যি আঁকা হয় না,
এমন করছে যেসব মানুষ
কবি তাঁরে কয় না।
নিজের ছাড়া অন্য কারোই
ভালো কিছু চায় না,
দেখা গেছে দেশ সমাজের
সম্মান তাঁরা পায় না।

৩| ভুলে থাকো

ভবে তুমি এলে কত কিছু পেলে
দিন রাত কেটে গিয়ে,
পেট ভরে খেয়ে সুখে ক্ষণ ছেয়ে
মেতে আছো সব নিয়ে।
কেঁদে ফেলো দুখে খুশি হও সুখে
এই ভাবে আগে যাও,
ভালোবাসো যাঁরে হৃদে চাও তাঁরে
মন তাঁরে দিয়ে দাও।
কাজ কিছু করো নিজ ঘরে ভরো
সুখে থাকো বেশি করে,
যত হাতে পাও তত আরো চাও
জমা করে রাখো ধরে।
সেই কথা ভুলে মন থেকে তুলে
ভয় হীন হয়ে চলো,
নিজে সরে রবে সেবা করো সবে
এই কথা মুখে বলো।
যেতে হবে ফিরে রাখো যত ঘিরে
ছেড়ে দিয়ে সব ভবে,
দান কিছু দিতে দুখী জনে হিতে
দূরে থাকো কেন তবে?

৪| আমার ঘরে আয়

আয়’রে আলো চলে
আমার খুকুর বিছানাতে উঠরে তুই একটুখানি জ্বলে,
সারারাতে ঠান্ডা হয়ে কুকড়ে আছে পড়ে,
তোর আলোতেই শুকাক সারাটাদিন ধরে।
অট্টালিকায় আছে ঘিরে
রোদ আসে না আমার এত সুন্দর সাধের নীড়ে,
অন্ধকারেই জীবন কাটছে সকাল থেকে
আয় না তুই ফাঁকা দিয়ে যা একটু দেখে।
খুকু সোনা তোরে যে চায়
তোর কী নেইরে কোনো ওকে দেখার একটু দায়?
রোজই আসিস আবার ফিরে যাস ঘরে
বল না আমায় ছোট্ট খুকুকে মনে পড়ে?
উদাস থাকে আমার খুকু
দিতে পারিস না তুই রোজ ভালোবাসা একটুকু?
ধনী লোকের ঘরে জানলা দিয়ে ঢুকে যাস
চায় না ওরা তবু! ওদের ঘরে বল কী পাস?

৫| সিংহের গান শোনা

সিংহ মশাই বললো হেসে
শুনতে আমি চাইছি গান,
কেউ আমাকে শুনিয়ে যা
খুলে রাখছি আমার কান।
ময়না তখন তার কথাতে
ভীষণ জোরে ধরলো সুর,
গানটা শুনে সবাই এলো
যারাই ছিল অনেক দূর।
শোনার পরে সিংহ মশাই
রেগে গিয়েই মারলো চড়,
গানের সুরে পাইনি মজা
ময়নাকে আজ চেপে ধর।
ভয়ের চোটে ময়না তখন
বললো কেঁদে ছেড়ে দাও,
আরো ভাল শেখার জন্য
এখন আমায় যেতে দাও।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।