T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ রতন বসাক

ভালোবাসাবাসি
ভালোবাসি কিনা আমি
জানতে যদি চাও,
ভুল ধারণা সরিয়ে সব
একটু দেখে যাও।
ভালোবাসা খবুই সহজ
পথে দেখার পর,
মনের কথা বলার জন্য
সহ্য হয় না তর।
ভালোবাসি বলেই শুধু
সইছি কষ্টের ভার,
আশা করে অপেক্ষাতে
সময় করছি পার।
ভালোবাসা পেতে মনটা
উদাস হয়ে যায়,
সারাদিনের জমে থাকা
কথা বলতে চায়।
ভালোবাসি কাছে গিয়ে
বলা সহজ নয়,
না বলে দাও যদি ভেবে
মনে লাগে ভয়।
ফেব্রুয়ারি চৌদ্দ তারিখ
ভালোবাসার দিন,
সেই কথাটা বলার জন্য
বাজছে মনে বীণ।