সম্পাদিকা উবাচ

জীবনে বহু সম্পর্ক গড়ে ওঠে৷ কিছু সম্পর্ক অঞ্জলি ভরে আলো শুধু আলো আর আলো বিলোও আবার কিছু সম্পর্কের বিষাক্ত নিঃশ্বাসে চাপ চাপ অন্ধকার আমাদের জীবনকে নরক করে তোলে৷ ভালো আর মন্দের চরিত্র বুঝতে বুঝতেই কখন আমরা একে অপরের অচেনা হয়ে উঠি জানতেও পারিনা৷ স্বার্থের তাড়নায় মানুষ কখনও প্রতারক হয়েছে, কখনও খুনী হয়েছে কখনও অত্যাচারী হয়েছে কখনও আদিম বন্য হয়েছে৷ আসলে মানুষ নিজেকে সব চেয়ে বেশি ভালোবাসে৷ তাই নিজের স্বার্থ রক্ষার্থে চরম অন্যায়টা করতেও পিছপা হয় না৷

নিজের স্বার্থ রক্ষা করা অন্যায় নয় কিন্ত নিজের স্বার্থ রক্ষার্থে অন্যের চরম ক্ষতি করা চরম অন্যায়৷ অথচ নিজের স্বার্থ রক্ষার্থে সে অন্যায় আমাদের চোখেই পড়ে না৷ মেকী হাসির আড়ালে লুকিয়ে রাখা ছোড়াটা তাই আমাদের চোখে ধরাই পড়ে না৷ ভাবতে পারেন যাদের সঙ্গে আমরা প্রতিদিন প্রতিনিয়ত উঠছি বসছি খাচ্ছি গল্প করছি বেড়াতে যাচ্ছি, তাদের মধ্যেই কেউ কেউ বেড়াল সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্র আটছে৷ কখন যে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়বে কেউ জানিন৷ কত মানুষের মুখ আর মুকোশকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারিও, তবু তাদের সামনে দেতো হাসি হেসে যেন প্রমান করার বৃথা চেষ্টা, তুমি আমার বন্ধু সজ্জন৷

আমি যেমন অভিনয় করি বা করছি, ঠিক তেমনই সামনের মানুষটাও আমার সাথে তেমনই অভিনয় করছে৷ এই অভিনয় প্রত্যাভিনয় করতে করতে এতটা শূণ্যতা তৈরি হয় যে ধীরে ধীরে খুব একা হয়ে যাচ্ছি আমরা৷ প্রত্যেকে যেন আমরা এক একটা বিচ্ছিন্ন দ্বীপ৷

আমরা কি স্বার্থের এই ঘেরাটোপ টপকে সবাই মিলে খোলা আকাশের নীচে একসঙ্গে বাঁচার কথা আর কখনই ভাবতে পারব না ? কখনই না ?

সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন ৷


রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।