কবিতা সিরিজে রতন বসাক

সময় মতো উত্তর দাও
সহন করো বলছে যা-যা
মনের মধ্যে রাখো তা-তা
চুপটি রেখে মুখ,
অপেক্ষার ফল হবে মিঠা
যেমন খেতে শীতের পিঠা
মুখে গেলে সুখ।
রাগের মাথায় বলে দিলে
পাঙ্গা তখন আরো নিলে
হতেই পারে ভুল,
একটু পিছন চলে গিয়ে
ভালো করে জেনে নিয়ে
চড়াও তারে শূল।
ক্রোধটা মনে চেপে রেখে
সময় সুযোগ উভয় দেখে
উত্তরগুলো দাও,
মনটা কঠিন তৈরি করে
ভালো মতো আরো গড়ে
বদলা নিতে যাও।
অাগুন জ্বলুক অপমানের
জীবন নহে তাহার দানের
করছো কেন ভয়,
প্রতিশোধের পণটা করো
সময় আসলে চেপে ধরো
পাবেই তখন জয়।
একটু ভাবো
শ্রমিক আমি মালিক তুমি
নিচ্ছো রক্ত চুষে,
আমার শ্রমে লাভটা করে
ঘরটা ভরো ঠুসে।
শ্রমের মূল্য দাও না সঠিক
খিদেয় জ্বলে মরি,
গরিব মোরা অর্থ নেইতো
মজবুরি তাই করি।
খুশি করতে বৌয়ের জন্য
জন্ম দিনে গাড়ি,
সুখে আছো মোদের চেয়ে
অট্টালিকা বাড়ি!
দেশ বিদেশে ঘুরে বেড়াও
মনটা করো ভালো,
মোদের ঘরে খুশির কভু
জ্বলে নাতো আলো।
একটু ভাবো কার কারণে
আছো এতো সুখে,
আয়েশ করো সারা বছর
আমরা থাকি দুখে!
ফিরে এসো তুমি
ঘরে থাকি একা কবে হবে দেখা
ভাবি বসে রোজ আমি,
জেনে নাও সেটা মানি খুব যেটা
তুমি হলে বেশি দামি।
আছো বহু দূরে ফিরে এলে ঘুরে
কাছে টেনে নিয়ে নেবো,
বাহু ডোরে তুলে সব বাধা ভুলে
যতো চাও ততো দেবো।
ফিরে এসো বাড়ি আমি সেই নারী
বসে আছি আশা করে,
তুমি ফিরে এলে খুশি মনে মেলে
দেবো প্রেম মন ভরে।
দিন যায় দুখে ব্যাথা জাগে বুকে
চুপ করে সয়ে যাই,
বোঝে নাতো কেউ মনে ওঠে ঢেউ
চোখে জল আসে তাই।
মনে পড়ে যায় কাছে পেতে চায়
আছো দূরে এসো ফিরে,
চেয়ে থাকে আঁখি মন বেঁধে রাখি
সব আশা আছে ঘিরে।
চেষ্টা করো
হেরে গেলেই হতাশ কেনো
নতুন করে লাগো,
আফসোস করে দুখী মনে
ঘুমিয়ে না জাগো।
চেষ্টা করো সফল করতে
পৌঁছে যেতে শেষে,
স্বপ্নে নয়তো কর্মে থাকো
বাস্তবে আজ এসে।
দুঃখ করলেই কষ্ট বাড়বে
ভুলে থেকে চলো,
মনের জোরে এগিয়ে যাও
আমি পারি বলো।
বাধা বিপদ আসবে যাবে
তবু চলতে হবে,
ভয় সরিয়ে লক্ষ্যের দিকে
যেতে সদা রবে।
সঠিক রাস্তায় চেষ্টা করলে
ভাগ্য চাকা সরে,
আশার আলো জ্বলে যাবে
সময় হলে পরে।