T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় রঞ্জনা বসু

লক্ষ্মী এলো ঘরে
আলো সব নিভে গেলে প্রতিমা ভাসানো জলে
শিউলি উঠোন জুড়ে মায়ের আঁচল ওড়ে
মাটিতে বিরাজ করে শুভ বিজয়া
ও পাড়ার শম্ভু কাকা মিষ্টি নিয়ে হাতে
বলে লক্ষ্মী এলো ঘরে,
ফুটফুটে এক নাতনি যে তার ঘর দিয়েছে ভরে
কোজাগরী রাত নামবে সারা ভুবন জুড়ে
হঠাৎ যেন বলবে এসে কে জাগে?
এসো মা লক্ষ্মী, এসো সবার ঘরে
দুমুঠো ভাত রেঁধে যেন সবাই খেতে পারে।
সবুজ বরন শষ্যের ক্ষেত বাতাসে দেয় দোলা
ফসল যেন সোনার মতো ভরে চাষীর গোলা
সেইখানে তে লক্ষ্মী এসে বসে
আলোর ভুবন থাকবে জেগে
এই কোজাগরী পূর্ণিমা তিথিতে।