হাঁড়ির খবরে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

“রঙ্গ সংস্কার থিয়েটার গ্রুপ” 1লা মার্চ থেকে 27শে মার্চ, রাজস্থানের আলওয়ারে আধুনিক থিয়েটারের গতিধারাকে দ্রুততর করতে “আলওয়ার থিয়েটার মুভমেন্ট” “Alwar Theatre Movement” বলে একটি নাট্য আন্দোলন শুরু করতে চলেছে।
যে সমস্ত নাট্যকর্মী “রঙ্গ সংস্কার থিয়েটার গ্রুপ” এর সঙ্গে দেশব্যাপী এই নাট্য আন্দোলনে যুক্ত হতে চান তাঁরা যত শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
আজ এই পর্যন্ত রইল শিল্প সংস্কৃতির নানা খবর৷ পরবর্তী খবর জানতে আগামী সপ্তাহের সাহিত্য Zon –এর হাড়ির খবরে চোখ রাখুন৷