সম্পাদিকা উবাচ

আমারা পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া খুব ভালো ভাবে শিখে গেছি৷ এত সুন্দর রপ্ত করেছি সে কৌশল যে নির্দ্বিধায় তাকে নিখুঁত আর্ট বলতে পারি৷ সব সময় চোখ বুজে আছি৷ সেই চোখ দেখার নয়, হৃদয়ের চোখ, বিবেকের চোখ৷ অন্যায় করা আর, অন্যায় সওয়া, একি কয়েনের এপিঠ আর ওপিঠ৷ কখনও কখনও এইভাবে বিনা প্রতিবাদে সব কিছু মেনে নেওয়া, প্রমাণ করে দেয় আমার শিক্ষা, রুচি কোন অতলে তলিয়েছে৷ প্রমাণ করে দেয় আমাদের শিড়দাঁড়াটা কুঁচকে গেছে৷ আর টানটান নেই৷ মানুষ হিসাবে নিজেকে এমন মেরুদন্ডহীন দেখতে বড় কষ্ট হয়! তাই হয়ত বেড়াল তপস্বীদের কাছে আমি ” बाग़ी ” – বিদ্রোহী ৷

ভালো থাকুন সুস্থ থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।