কবিতায় রতন বসাক

নদীকে স্বচ্ছ রাখো
নদীর জলে ভেসে আসে
পলি মাটির ধারা,
আশেপাশে গাঁয়ের মাটি
উর্বর করছে তারা।
জলের সঙ্গে পলির এমন
মিলনে হয় ভালো,
তার কারণে চাষির ঘরে
জ্বলে খুশির আলো।
ফসল ফলে জমির বুকে
সবই নদীর জন্য,
দেশের সবাই খাদ্য পেয়ে
হচ্ছি রোজই ধন্য।
ভিন্ন রকম মাছের মেলা
জেলে জালে ধরে,
সেসব কিনে রান্না খেয়ে
স্বাদে মুখটা ভরে।
নৌকা চড়ে এপার ওপার
সহজে যাই চলে,
গায়ের জোরে মাঝি হাতে
দাঁড়টা টানে বলে।
নদীর দানে জীবন সহজ
করছে সবার প্রভু,
এই নদীকে স্বচ্ছ রাখতে
ভুলো না তো কভু।