কবিতায় রতন বসাক

গীতিকবিতা
আমারে মা মানুষ করলি আশা বুকে ভরে
বাধা বিপদ আসলে কভু যাসনি দূরে সরে।
সুখে দুখে ভালোবেসে
থাকলি পাশে রোজ,
কখনও যে যত্ন নিতে
ভাবিসনি তো বোঝ।
করে গেছিস সবই কর্ম
মেনে নিয়ে নিজের ধর্ম,
মা তুই মুখটি বুঝে অনেক কষ্ট সহন করে।
আমারে মা মানুষ করলি আশা বুকে ভরে
বাধা বিপদ আসলে কভু যাসনি দূরে সরে।
তোরে সেবা দেবার জন্য
আমায় সময় দিস,
মনে রাখিস আমার থেকে
তবেই বিদায় নিস।
যা হয়েছি তোরই জন্য
তোরে পেয়ে আমি ধন্য,
জীবনটাকে সুন্দর করে দিলি’রে তুই গড়ে।
আমারে মা মানুষ করলি আশা বুকে ভরে
বাধা বিপদ আসলে কভু যাসনি দূরে সরে।