গ্রাম্য সবুজ জীবন্ত এই পরিবেশ সত্যিই দেখতে ভালো লাগে
এমন সুন্দর নির্মল সবুজ পরিবেশ আজকাল আর দেখাই যায় না । তবে ট্রেনে কিংবা বাসে দূরে কোথাও যাওয়ার সময় দু’পাশ দিয়ে এই দৃশ্য দেখা যায় আজও । আর দেখা যায় গ্রামে বন্ধু কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তখন । ইট-কাঠ-পাথরের শহরে থেকে আমরা অভ্যস্ত । তাই এমন সুন্দর ফাঁকা পরিবেশ আমাদেরকে আকৃষ্ট করে ।
শহরের ঘিঞ্জি পরিবেশে ভালোভাবে শ্বাস নেওয়াও কষ্টকর হয় মাঝে মাঝে । ছবিটির দৃশ্য সত্যিই মন কেড়ে নেয় সহজেই । মানুষজনের তেমন একটা ভীড় নেই । একটা দুটো মানুষ কোথাও দূরে কখনো-সখনো দেখা যায় । যে দিকে তাকাও সবুজ আর সবুজ ধু-ধু প্রান্তর । সামনেই একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে চলার পথে ।
সবুজে ভরা এই ধানের ক্ষেত দেখে চোখে শান্তির প্রলেপ লেগে যায় । দু’নয়নে এক অনাবিল আরাম অনুভব করা যায় আর মনে শান্তির অনুভব হয় । একদম শুরুর দিকে আমরা যদি যাই । দেখতে পাব এই গ্রাম থেকেই কিন্তু শহরের রূপান্তর হয়েছে । আমার বিশ্বাস শহর থেকে কিন্তু গ্রামের শুরু হয়নি ।
সাধারণত গ্রামের মানুষরা সহজ-সরল ও খুব সাধারণ ভাবে জীবিকা নির্বাহ করে । গ্রামের মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় তারা খুবই সরল মনের । গ্রামের পরিবেশ সুস্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী । গ্রামের জমি থেকে তোলা শাকসবজি খেতেও যেমন ভালো, শরীরের পক্ষেও তেমন ভালো । মাঝে মাঝে মনে হয় শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে গিয়ে ; এই রকম পরিবেশে কিছুদিন সময় কাটিয়ে আসি ফ্রেশ হওয়ার জন্য ।