কবিতায় পদ্মা-যমুনা তে রুদ্র অয়ন
by
·
Published
· Updated
স্বার্থের প্রয়োজনে
শত সহস্র দিন তোমার
ছিলেম দুঃখ সুখে,
জানিনে কি অপরাধে তুমি
কষ্ট দিলে এ বুকে!
দিন যে যায় একাকী আজ
হারানো ভালোবাসায়,
তুমি ছিলে শুধুই আমার
আজ ভুলেছো আমায়!
হলো আমার ভালোবাসার
নিদারুণ পরাজয়,
পুরোনো স্মৃতি মনে পড়ে
আজো কাঁদে হৃদয়।
ছিলে তুমি শুধু আমারই
এখন হয়েছো কার,
মনের মাঝে প্রশ্ন জাগে
আজ হায় বারে বার!
ভালবাসার নেইতো দাম
তোমাতেই জানলাম-
স্বার্থের প্রয়োজনে যে
প্রেমও হয় নিলাম!