ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবিতা আসলে মায়ার মতো,কবে যেন পড়েছিলাম,শুনেছিলাম বহু জন্ম আগে বোধহয়!!!
আমার সৃষ্টি নয়,কিন্তু আমারই স্মৃতি…
আজ ক্যাফে টকে তেমনই কিছু ‘বৃষ্টিগুচ্ছ’…
(১)
“আমার মেঘের ঘরে বাস,
আমি মেঘলা বারো মাস।
শ্রাবণ ধারার রাত পাহারায়, ফাগুনের আশ্বাস…”
(২)
“একটা দেওয়াল,
চারটে লাইন।
দূরত্ব মেঘ মাখা।
আঁকড়ে ধরার আশকারাতে,
আগুন ছুঁয়ে থাকা।”
(৩)
“কিছু শব্দ আমার শরীরে থাকে,
কিছু অক্ষর ভীষণ অসংযত।
হাওড়া ব্রিজের মাথার ওপর থেকে,
এই শহরটা অনেকটা তোর মত…”
(৪)
“তোর পাড়াতে মেঘ পাঠালাম,
বারান্দাতে থাকিস।
মন খারাপের শহরটাকে,
বৃষ্টি বলে ডাকিস…”
(৫)
“একটা আমি, একটা মাত্র তুই,
গৌণ শহর, মৌণ সমাজ-বোধ।
রক্ত ঘামের কোলাজ মিলে মিশে,
মধ্যরাতেও মুচকি হাসছে রোদ…”
(৬)
“দেখা হতে নেই,কথা হতে নেই,
মুখোমুখি হলে মুখ ফেরানোই প্রথা;
ঢেউ উঠলেও জাহাজ ভাসে না,
নদী বুকে আজ কমে গেছে নাব্যতা।”
(৭)
“আমার বাঁচার গল্প তোমার সাথে ছিলো,
আমার হারের খবর বিক্কিরি হয় স্টলে,
মধ্যবিত্ত চশমা এঁটে চোখে, শহর আমায় নস্টালজিক বলে…..”
(৮)
“মুহূর্তকে আগলে রাখে,
এখনো বুকের বাঁদিকটাই,
নতুন পুরনো যেকোনো মোড়কে,
আমার একটা তুমিই চাই!”