হৈচৈ কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

সহজিয়া

আকাশ থেকে এক সুন্দর সুর ভেসে আসে,
বাতাসের গায়ে ভেসে ভেসে।
পাহাড়ের সুউচ্চ শিখর হাতছানি দেয়
শিশুমনের সুকোমল বিন্দুগুলোকে-
ছুঁয়ে যায় আলতোভাবে, স্নেহের পরশে।
পেঁজা তুলোর মতো ভাসিয়ে নেয়,
নতুন দিনের স্বপ্ন দেখায়,
মনে গেঁথে দেয় নির্মল জগতের-
এক অপরূপ ছবি।
শিশুমনের পেলব ক্যানভাসে।
প্রকৃতির বিদ্যালয়ে সহজিয়া শিক্ষায়-
ধীরে ধীরে বেড়ে ওঠে কোমলমতি কুসুমেরা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।