ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আজ ক্যাফে টকে অন্ত্যেমিল…
যাচ্ছে পুড়ে ঘর বাড়ি আর বসন্তকাল,
ঠিক যেভাবে পুড়তো তাপে একটা সকাল…
যাচ্ছে পুড়ে খুচরো কিছু নীলচে স্মৃতি,
ঠিক যেভাবে পুড়তো রাতে
জোনাক বাতি।
যাচ্ছে পুড়ে হিসেব রাখার খেরোর খাতা,
মিথ্যে খানিক গল্প শোনার অদম্যতা…
যাচ্ছে পুড়ে বেহিসেবি মন খারাপি,
হঠাৎ করে ডাক পাঠানোর গল্প বাকি,
যাচ্ছে পুড়ে জ্বরের ঘোরের খানিক প্রলাপ,
বইয়ের ফাঁকে কুড়িয়ে রাখা শুকনো গোলাপ!
যাচ্ছে পুড়ে একটা দুটো মিথ্যে যাপন,
চোখের কোনায় হঠাৎ পড়া ধুলোর মতন।
পুড়ছে কেবল খোলস মোড়া শরীর মাটি,
পুড়তে পুড়তে থাকছে কেবল সোনা খাঁটি!