ক্যাফে কাব্যে পাপাই সেন by TechTouchTalk Admin · Published March 27, 2021 · Updated March 27, 2021 ধ্বনি শহরে রাশি রাশি পলাশ ফুটেছে,পায়ের নীচে লাল হয়ে আছে তাদের মৃত মুখ।দেশের আত্মনির্ভরতায় জোৎস্নারা বুকের ভেতর থেকে লুট হয়ে গেলে শেষ সভ্যতার কবিতাটুকু বুকের রক্ত দিয়েই লিখবো। বাজারে দরে বিক্রি হওয়া ভোটমঞ্চে দাঁড়িয়ে চলছে নাট্যাভিনয়।সফল অভিনেত্রী।অভিনয়ের জেরেই বাড়িয়ে নিচ্ছে তার ভোট ব্যাংক। মিথ্যে প্রত্যাশা।সমাজতন্ত্র।বেকারত্বের বুলেট পাঁজর থেকে পাঁজরে বিঁধে আছে।প্রকল্পের অন্ধকারে ধিক ধিক করে জ্বলছে প্রত্যাশা।দুর্নীতি পরায়ন বাংলার মুখ।আরও মিলিয়ে যাচ্ছে আদিম অন্ধকারে… সবশেষে,হেঁটে যাবো প্রচারহীন মুখে ধ্বনিত হবে ― “দড়ি ধরে মারো টান,রাজা হবে খান খান।” ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 গল্পগাছা দিলীপ কুমার মিস্ত্রী January 18, 2020 by TechTouchTalk Admin · Published January 18, 2020 · Last modified January 19, 2020