• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় প্রাপ্তি সেনগুপ্ত

একটা দুপুর আর বব ডিলান

দুপুর তখন প্রায় দুটো কুড়ি। মে মাসের এই গরমে চারিদিকে কেমন ঝিম ধরা ভাব… দুটো আঠারোর ট্রেনটা দৌড়ে এসেও পেল না!! এখন প্রায় তিরিশ মিনিট কোনো ট্রেন নেই!!!
এই গরমে বসে থাকো স্টেশনে… স্টেশনে হাতে গোনা জনা সাতেক লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে।
একটা কাঠগোলাপ গাছের গাঁ ঘেঁষে যে বেঞ্চটা, সেটায় বসে পড়লো প্রজ্ঞা।
ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো আর আঠারো পারসেন্ট চার্জ… ব্যস গানও শোনা যাবে না।
চুপচাপ বসে আছে বেঞ্চটায়, হঠাৎ কোথা থেকে ঠিক পাশটাতে একটা আধ খাওয়া পাউরুটি নিয়ে এসে বসলো লোকটা। গায়ে জামাটা আদ্ধেক, প্যান্টটা বাঁ হাঁটুর থেকে ছেঁড়া, মাথা ভর্তি জট, মাসখানেক স্নান না করে নি… কোথা থেকে এলো পাগলটা!!! শান্তিতে বসতেও দেবে না…

একরাশ বিরক্তি নিয়ে লোকটাকে দেখলো প্রজ্ঞা… না যাবে না বসা এখানে!!!
পাশের বেঞ্চটায় বসবে বলে উঠতে যাবে প্রজ্ঞা, হঠাৎ লোকটা হেসে উঠে জোরে জোরে গাইতে লাগলো,
How many roads must man walk down,
Before you call him a man…

চমকে উঠে ওখানেই বসে পড়লো প্রজ্ঞা, প্রায় মিনিট দশেক পর যখন লোকটা গাইছে, The answer my friend is blowin’ in the wind… তখন প্রজ্ঞার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে!!!
আর কেজো গলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ট্রেন নম্বর 02377…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।