দিব্যি কাব্যিতে প্রিয়াঙ্কা সরকার

শেষের আয়োজন
চলে যাবার দিন
সবুজ ঘাসের ভাঁজে ভাঁজে
ছড়িয়ে গিয়েছিলে কিছু
না ফেরার অক্ষর ।
আমিও শিউলি ফুলের মত তাদের কুড়িয়ে নিয়ে
পূজা করেছি আমার ইষ্টদেবের।
কুয়াশার মতো দুঃখগুলি করেছি আড়াল
ধূপের ধোঁয়ায়,বাতাসের বুকে।
সবশেষে যখন ভালোবাসাকে বন্দী করেছি
ভিতরের গোপন শহরে,
ঠিক তখনই তুমি চিঠি পাঠালে
অথচ ততক্ষণে আমার ভালোবাসা
চিতার আগুনে ঝলসে গেছে।