আমাকে যদি পুরুষ ভাবো
বৃক্ষসম মৌনভাষী
আমাকে যদি নারী ভাবো
মাতৃ ক্ষুধায় আমি ভাসি
আমাকে যদি ব্রহ্মা ভাবো
সৃষ্টি সুখেই আমি হাসি
আমাকে যদি চণ্ডী ভাবো
নিধন যজ্ঞে অট্টহাসি
আমাক যদি বিষ্ণু ভাবো
ধর্ম যুদ্ধে ধরি অসি
আমাকে যদি দেবী ভাবো
আরাধনায় আমি খুশি
আমাকে যদি স্বামী ভাবো
প্রাণের অধিক ভালোবাসি
আমাকে যদি পত্নী ভাবো
অনুরাগেই আমি ভাসি
আমাকে যদি পিতা ভাবো
স্নেহ দিতে ভালোবাসি
আমাকে যদি মাতা ভাবো
স্বর্গাদপী গরীয়সী
আমাকে যদি মানুষ ভাবো
আঁধার রাতের পূর্ণ শশী ।।