।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় প্রনব রুদ্র
দিন মুনিষ
দীন দুঃখী কষ্টভোগী হতভাগ্য দিন মুজুর
পথে ঘাটে ট্রেনে বাসে কাজ করে রাত দুপুর।
সকাল বিকাল জ্বলে চিন্তা যাবে জুটে পান আহার?
মুঠো অন্ন একটু ডাল অমৃত যেন আগুন ক্ষুধার!
হাড় ভাঙ্গা করে শ্রম দেহ রক্ত শূন্য জল
নাই তবু পরিশ্রমের ন্যায্য দামে সঠিক ফল।
দিন রাত খেটেই চলে ভুখা গরীব শত দল
জানেনা এ শিল্প-শৈলী পুঁজিবাদীর নির্দয় ছল!
শীর্ণ দেহে কাঁদে শুধু রিক্ত ঘরে জীর্ণ শিশু
এ ব্যথা বোঝে না রাম খোদা বীর বুদ্ধ যীশু!
স্বাধীনদেশে চলে আজো হরেক গজব মান বন্টন
মুনিষ ভাগ্যে ঘুচবে কবে যন্ত্রণার এ ব্যথা ক্রন্দন!
প্রশ্নগুলি বুঝি সবই বুঝে সকল গদি পুরুষ
সত্যপথে চলতে গেলে মৃত থাকে সবার হুঁশ!