কবিতায় প্রনব রুদ্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| ফুল হয় তাঁর স্নেহ
চিতা জ্বালানোর আগে পর্যন্ত
মৃতদেহকেও একা রাখতে নেই
কী করে সে-ই জীবিত দেহ একা থাকে তবে!
চারদিকে সঙ্গহীন বাঁচার সময়ে
মরা ফুলদানির মতো গন্ধহীন শুন্যতা
উলঙ্গ জন্মেছিলাম আজো উলঙ্গই আছি।
স্রোতের শক্তিকে ব্যবহার করা শিখতে হয়।
নিঃশব্দে ক্ষমতার পায়ে গলে পড়ে সততা।
আত্মবিশ্বাস অনেকদিন ছেড়ে চলে গ্যাছে।
পাখির বাসায় মা পাখিকে দেখলে
শক্ত চোয়ালের ছবি ভেসে উঠে মায়ের
টালমাটাল সংসার সামলে ফুল হয় তাঁর স্নেহ।
২| সাত সমুদ্র
১।
স্বপ্ন- একদিন মরে যাবো জেনেও অজানাদিন বেঁচে থাকা।
২।
হিংসা- একপক্ষের ক্ষতিতে অন্যপক্ষের হাসি পায়।
৩।
আপোস করতে করতে পাপোস জীবন।
৪।
জীবন- একটা ঘোরের মধ্যে আছি; ঘোরটা মৃত্যুর মতো স্পষ্ট।
৫।
গোটাবিশ্বে বিপর্যয় আশুপতনের ত্রাসে
স্বার্থলোভের রাজনীতি হায় এখনো বাতাসে!
৬।
ভুল কথায় সম্পর্ক নষ্ট হয়, ভুল সিদ্ধান্তে গোটা জীবন।
৭।
আমার রক্ত তোমার রক্ত মিলেমিশে একই লাল
ধর্মাধর্মের দ্বন্দ্বযুদ্ধে শুভবুদ্ধির চিরদিনই আকাল।