T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় প্রজ্ঞাপারমিতা ভট্টাচার্য

ওম
আমার কিছু ছোট্ট চাওয়া অমল মেঘের মতো আটকে থাকে, এই বেঁচে থাকা আমার আমিতে।
বিন্দু থেকে বিন্দু পার করি, একরৈখিক জীবন,ফ্যালফ্যালে চোখ, নিজের টুকু আগলে রাখা মন।
সেদিন যখন পাহাড় জোড়া চোখ, বাঁধছে আমায় আদিম ঘন মায়ায়,
সূর্য-প্রৌঢ়বেলায়,
পাহাড় শরীর ছুঁয়ে, ছিটকে আসে আলো,আমার বুকের উপত্যকায় ঝর্ণাগান শোনায়।
আঁধার আসে আঁধার মানিক হয়ে,
পাহাড় কোলে আকাশগঙ্গা ভাসে, আদি জনজাতি,শত বসত পাহাড়িয়া ,
ধরিত্রী তার জন্মদায়িনী,এ বিশ্বাসে টোল পরেনা আজও
মেঘ কুয়াশা বৃষ্টি আলো মাখিয়ে নিয়ে গায়ে
ওরা কাজ করে আর জীবন দিয়ে জীবন যোগে বাঁচে।
আমার একটুখানি চাওয়া, আমার সরলরেখা জীবন ভেঙে ছড়িয়ে পরা আশ
অনন্তকাল শুধুই নিজের মুখের আরশি ছায়া মুক্তি দিয়ে যাক
ঐ একটা মুখের পাশে আরও অনেকগুলো মুখ জুড়তে থাকুক,জুড়তে থাকুক রোজ
রাতেরবেলা পার করা পথ, আলো হওয়া ভোর।
হঠাৎ কখন আমার পিঠে পাঁচটা সোহাগ হাত,…….বলে ওরা,……’ঠান্ডা লাগে এমন রাতের বেলা,
আয় ওম জড়ো ঐ বন্ধু ঘরে বসি,
ঐ যেখানে জীবন উদার,
ঐ যেখানে জীবন মানেই জীবন পাশাপাশি.’….।।