|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় প্রশান্ত মাইতি

আমার স্বাধীনতা
আমার মা স্বাধীনতা দেখেনি কখনো
কিন্তু আমি দেখছি প্রতিমুহূর্ত
সেই ইংরেজদের বুটের গটগট শব্দ
ভারি গলার গর্জন,বন্দুকের আওয়াজ
এসব মা দেখেনি কখনো
আমি দেখেছি স্বাধীনতা মুক্তাঙ্গনে
মায়ের শাসন,বেত্রাঘাত,আর —
অনুশাসনীয় আশীর্বাদের স্নেহশীল ছায়ায়
বড় হয়েছি বাঁধন ছাড়া
আমার মা আমার স্বাধীনতা ।।