শহর জুড়ে জ্বলছে আগুনের ফোয়ারা
আমি নির্বাক দণ্ডায়মান বটবৃক্ষের মত
চারিদিকে ছুটে বেড়াচ্ছে দু-পায়ের জন্তুরা
শুধুই বাঁচার তাগিদে, কোলাহল অনবরত।
তাদের উচ্চরবে ফেটে যাচ্ছে দালান,
অট্টালিকা জুড়ে কাচের দরজা-জানালাগুলোও
একটার পর একটা ভেঙে পড়ছে স্তূপাকারে
অন্যান্য প্রাণীরা পূর্বেই ছুটে গেছে উড়িয়ে ধুলো।
আমারও সরে যেতে ইচ্ছে করছে অরণ্যে
একটু স্বস্তির শ্বাস নেব বলে নিরিবিলিতে
কিন্তু যেতে পারছি কই দাবানলের আতঙ্কে?
আমিও যে মিশে যাব পাললিক শিলার জীবাশ্মতে!
এরই মধ্যে একটি মিশকালো বর্ণের কাক
মাথায় আদর ঢেলে দিগন্তের পথ চেনালো আমায়,
এখন আমার শিকড় ছাড়িয়ে নেবার সময়
নইলে যে আমিও বাধা পড়ব, সভ্যতার সীমানায়।।