দিব্যি কাব্যিতে প্রদীপ মণ্ডল

সংরাগ
ছুঁয়ে দেখতে যাই
সকালের পথ খুলে খুলে খুঁজি
অভিমানের রাত্রি জাগরণ
শিশিরে ভেজা মায়াভরা নিঃশ্বাসগুলো
আম্রপালি আমের বাগান চালুন্দিয়া নদীর বিগত ঢেউ
গুরুচাঁদ পাঠশালার একাকী ঘর
নীলবাড়িটার ভাঙা সংসার
ছন্দহীন নাচ আর অলংকার ছড়ানো ছিটানো ঘরে
নিজস্বীর মুখোশ রেখে সযত্নে ভরে
অষ্টাদশী নিঃশ্বাসে ভরাতরী নিয়ম না মেনে
ভিড়িয়েছে সঘন আহ্বানে
নভোনীল হৃদে আমন বাতাস
সংকাম সংরাগে হেমন্ত আভাস।