T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় প্রীতম মজুমদার
by
·
Published
· Updated
সম্পর্ক
এখন বুঝিবা সম্পর্কে
ভালোবাসা আছে, প্রেম নেই,
সকাল বিকেল মনে পড়ে যদি
ভাববার ফুরসৎ নেই।
কত কথা ছিল সব ফুরিয়েছে
মেসেজে আঙুল ছোঁয় না।
হাওয়ায় ভাসে যে কণ্ঠস্বর
মোবাইল তাকে খোঁজে না।
বর্ষা ভালোবাসো বলে আমি
বৃষ্টি বলে আর ডাকি না,
ফাগুন ভালোবাসি বলে তুমি
আবির বলেও ডাকো না।
কৃষ্ণচূড়ার ছায়ায় ছায়ায়
প্রেমকথা আর হাঁটে না।
চাঁদের নরম আলোও এখন
সেই উষ্ণতা দেয় না।
মনচাষা আমি আজও ভেবে যাই
শীতের রাতে বা ফাগুন দুপুরে,
নির্বাক প্রেম কথা নদী হয়ে
শ্যাওলা আঁকে, নুড়ি পাথরে ।