কবিতায় প্রদীপ কুমার দে নীলু

সম্পর্ক
দুচোখের পাতায় ঘুম নেই, ছুঁয়ে থাকে আবিলতা,
কিছু অধরা স্বপ্নের সুখ স্মৃতির অবুঝ স্পর্শ,
বেঁচে থাকা অর্থহীন, ডানা কাটা বিহঙ্গ,
উড়ে যেতে পারিনা সুনীল আকাশে,
ঠুনকো সম্পর্ক কবেই চুকে গেছে, এখন
চারিদিকে আঁধারের নৈরাজ্য আলো নেই,
তোমাকেও বলে যাই আমি আজ ভালো নেই!