কবিতায় প্রদীপ কুমার দে নীলু

শেষ সফর
শরীরের আনাচে কানাচে উঁকি ঝুঁকি বার্ধক্যের,
সব সময় জাপটে ধরে থাকে অহেতুক আলসেমি, ঘুম নেই।
পুরনো কাসুন্দি গাইতে ভালো লাগেনা, এড়িয়ে যায় প্রিয়জন,
মেলা মেশার গণ্ডি পেরিয়ে বেশ আছি একাকী নিভৃত জীবনে।
দুহাতের মুঠো খুলে ছড়িয়ে দিই হাসি গান ভালোবাসা,
বেঁচে থাকাটাই সার কথা, সেটা আস্তাকুঁড়েই হোক কিম্বা গৃহকোণে,
শহরের ভীড় বহুদিন দেখা হয়নি, সামর্থ্য নেই
হাঁটু দুটো বাদ সাধে,
দিন গুলো অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কাটিয়ে দিই, দুঃখ নেই,
সকলকেই এই পথ ধরে যেতে হবে শেষ সফরে,
নিঃসঙ্গ পথিকের মতো।
গুছিয়ে নেই শেষ সম্বল এবার বেরিয়ে পড়া না ফেরার দেশে নিঃস্ব একা!