T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় প্রদীপ কুমার দে নীলু

মা আসছেন
শরতের শীতোষ্ণ সকাল
শিশিরের ছোঁয়া,
মাটিতে লুটিয়ে থাকা শিউলি ফুলে,
কাশের বনে হাওয়া দোলা দিয়ে যায়,
আগমণী বার্তায় চরাচর উদ্ভাসিত সঙ্গীতের
সুরেলা কন্ঠ,গেয়ে যায় আগমণীর গান,
এই পথ দিয়েই বিবাগী বাউল চলে যাবে,
নিশ্চিন্দিপুর,সেও অনেকটা পথ,জিরিয়ে নিও ক্ষণকাল,
দিনান্তের আলো ছায়া,দীপের আলোয় উঠোন আলোকিত,
ধূপের সুগন্ধ আকাশ বাতাস বিমোহিত,
হিমের চাদরে মোড়া প্রকৃতির অপূর্ব সৌন্দর্য
এও স্বপ্নবৎ!
রাতের আকাশে অপলক নক্ষত্র পুঞ্জ,চাঁদ জেগে আছে।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
হাসিমুখে মা আসছেন আমাদের কাছে।