T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন প্রদীপ গুপ্ত

বসন্তে
সব রঙ মিলেমিশে যে রঙ
সে রঙ রঙের সংসারে ঠাঁই পায়না। কেমন যেন ঘোলাটে অপরিচ্ছন্ন আর অনুজ্জ্বলতায় ভরা।
কোনো রঙকে অন্য রঙের সাথে মেশাতে নেই
শংকর বর্ণ অথবা বর্ণশংকরের দাগ লাগে গায়ে
তুমি বরং পাশাপাশি রেখো, হলুদে আর লালে
নীলে আর সবুজে, অথবা মাঝে লাল রেখে দুপাশে
হলুদ আর নীল।
বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা – লাল
এসব রঙের রামধনুতে এবারের উৎসবে সাজাবো তোমাকে কবিতা।
সাদা আর কালো এদুটো রঙে কেউ কেন রাঙায় না
প্রিয়ার কপোল?
আসলে এটা বলে দিতে হয় না,
সাদা বড়ো অভিমানী, কোনো রঙকেই গ্রহণ করেনা তার সংসারে
আর কালো?
কোনো রঙকেই সে ছেড়ে দেয় না, সবাইকে একপাত্রে নিয়ে গুলিয়ে তোলে।
তোমার থেকেই শিখেছি সাদাকে সাদা বলে চিনতে আর…