।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পল্লব গোস্বামী

দুগ্গা ছাতু

বৃষ্টিধোয়া শালবনে
পচা পাতার স্তুপ |
শুষনি শাকের ভেতর –
সাদা গা, বাদামি পাড়ের ঘের …
পড়েছে কয়েকশো কলি
পাহাড়ি গ্রাম | চাষের কাজ বন্ধ বহুদিন |
দুগ্গা ছাতু নিয়ে কাড়াকাড়ি আজও
আমি দেখি, বেচাকেনা |
আমি দেখি, অভুক্ত জঙ্গলমহল |
দূরের এক
শরৎকালীন টিলায়
এক তুমি শুধু ফুটে আছো
আলোলিকা হয়ে |

মেলা

পথভোলা ছেলেটির পায়ের পাতা থেকে
মেলার দুটো পালক তুলে আনি –
সারাদিন সারিগান ,পুতুলনাচের সম্মিলন |
দিনশেষে পানের বরজের ভেতর
মোরগ ফুলের ঘুম |
মাথা শিতানে মেতে ওঠে পালকমেলার
প্রশ্নাবলী …
আমার কৃষ্টির সাথে ছেলেটির দৃষ্টি মিলে গেলে ,
একজোড়া জলচৌকি পরবি রাখি
তার জন্য …
পালকদুটো ছুঁড়ে ফেলি –
গভীর দীনের ভেতর ,
লাল পালকির ছায়ায় |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।