হৈচৈ শনিবারের ছড়ায় প্রভঞ্জন ঘোষ

টেবলুরামের শিক্ষে
পুষির গায়ের নরম রোঁয়ায়
আলতো করে যেমন
হাত বুলিয়ে গাল বুলিয়ে
করত তাকে যতন।
তেমনি গায়ে রোঁয়া নিয়ে
কি এক ছোট প্রণী
প্রথম যখন দেখল টেবু
সামনে দু’চোখ আনি’
মন হল তার গদগদ
উপচালো আবদার
ফিসফিসিয়ে বললে
চুমু খাবো কয়েকবার।
উপুড় দিয়ে পাঁচ আঙ্গুলে
যেই ধরে তার দেহ
অমনি হঠাৎ আঁতকে উঠে
মাথায় তোলে গৃহ।
মা এসে কয় হতচ্ছাড়া
হাত করেছিস ফোলা
কেউ কখনো শুঁয়োপোকায়
নাড়িয়ে করে খেলা।