কবিতায় পরিমল ঘোষ

রাখি-বন্ধন দিবস উপলক্ষে
রাখি-বন্ধন 

একটা ছোটো মঙ্গল-সূত্র
‘রাখি’ যে তার নাম,
স্নেহ-ভক্তির বাঁধন তাতে
অনেক তার দাম ।
রাখির সূত্র যেমন হোক্
হেলা-ফেলার নয়,
বুকের মাঝে শক্তি ধরে
বিপদ করে জয় ।
রাখির এই মিলন-দিনে
প্রাণে উঠুক্ তান,
দুঃখ-বিরোধ ভুলে গিয়ে
কন্ঠে জাগুক্ গান।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।