ক্যাফে গুচ্ছ কাব্যে প্রভঞ্জন ঘোষ

১| জবড়জং
বিস্মৃত হই
পুলকিত হই
সিঁদকাঠি উঠে আসে হাতে
হাত থেকে পিছলোয়
পিচ্ছিল মহাশোল
সূর্যটা মুখ চিপে হাসে।
উতরোল, তান্ডব!
মুষ্ঠিতে পূর্ণ শশী,
মেঘ ছেঁড়া উল্কায়
ভঙ্গুর বরগা কড়ি!
বালু,স্থানু,
সম্বিৎ সরষে দানায়;
দাহ তবু উজলায়
রাবনিক মুন্ডু,কটি।
২| মার্জনা
ক্ষমা করো
এই প্যাঁচানো তার
এই কয়েল এই সকেট
এই কিছু ধাতবীয় রব।
ক্ষমা করো
এই সিন্থেসাইজার
অভিন্ন স্বর,
ভারত্তোলক এই রোবট
এই স্ক্রু-কীলক – রড
এই কিছু সুশ্রুত ডঙ্কা নিনাদ।
ক্ষমা করো
এই সওয়ারি পবন
কেন্দ্রিকরণ
আমফান, সমুদ্র ফেনা!
স্বর তবু
সাংসদ কলরব,
ছুঁয়ে ফেলা
বায়বীয় যোগ-ভাগ
এই যেন কিছু অনুভব।
৩| সঙ্গ
যেখানেই যাই সাথে যায়
উষ্ণ-শীতল হাওয়া
বক্ষবয়াম পুঁজি ক’রে
নাসায় আসা-যাওয়া!
অন্ধকার য়ায় –
চক্ষু দুটি ঘুঁজি ক’রে
ঘুমে জড়িয়ে রওয়া।
বিকিরণ যায়,গ্র্যাভিটি –
আন তারাদের নিষেধ করা
ঠোকর ঠাকর দেওয়া,
আন গ্রহদের ছুঁড়ে দেওয়া
কিছু উপচ্ছায়া;
জন্মাজন্ম এবং চলেন
কৃষ্ণবিম্ব – মায়া!