ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ
by
TechTouchTalk Admin
·
এ নয় তোমার কর্ম
নাকের কাছ থেকে
বাতাস সরাতে চায়
চোখের কাছ থেকে
সরাতে চায় আলো-
সেই লোকেরা হাওয়ার তোড়ে
কোথায় উড়ে গেল!
সেই লোকেরা আলোর গাড়ায়
কোথায় বা হারালো!
পায়ের তলা থেকে
মাটি সরাতে চায়
শুষ্ক ঠোঁট থেকে
সরাতে চায় জল-
সেই লোকেরা মাটির তলায়
কোথায় গেল বল,
সেই লোকেরা জলের বানে
ভেসে জলের তল!
ঘুমের থেকে আঁধারপুঞ্জ
সরিয়ে নেবে ভাবো?
শরীর থেকে ঘর্মবিন্দু
মারতে মাঠে নাবো?
দিনের বেলা আজকে কেন
চোখে তারার মেলা,
আজকে কেন ঘাম ঝরিয়ে
রাস্তা ভিজিয়ে ফেলা!
বাতাস-আলো-মাটি ও জল
আঁধারপুঞ্জ, ঘর্ম- – –
হাতের মুঠোয় জড়াতে চাও?
এ নয় তোমার কর্ম।