কবিতায় পরিমল ঘোষ

আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন স্মরণে———-
গাছের প্রাণ
আলো-বাতাস-খাদ্য নিয়ে
মানুষ যেমন বাড়ে,
গাছপালাও তেমনি বাঁচে
মাটির রসে-সারে।
খুশি হলে মানুষ যেমন
হয় আপন-হারা,
সুখের দিনে গাছ তেমনি
কম্পনে দেয় সাড়া।
দুঃখ-জ্বালায় মানুষ দেখি
কান্নাকাটি করে,
ব্যথা পেলে গাছও কাঁদে
দেহে ছাপ পড়ে ।
এসব কথা প্রমাণ করেন
বাংলার বিজ্ঞানী,
জগদীশচন্দ্র বসু তিনি
শ্রদ্ধায় তাঁকে মানি।