মার্গে অনন্য সম্মান শ্রীমতি পান্না দাস (অ্যাডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭০
বিষয় – অকাল বর্ষণ
অভ্রের খেলা
শীত পড়েছে ঠান্ডা হাওয়া,
কাঁপছে সারা অঙ্গ।
অস্ত্র ওঠে পূবের কোলে,
ভোরের রবি ভাবছে দিলে।
ঠান্ডা হাওয়া বইছে জোরে,
সারা সুরপথ গম্ভীর।
শীত পড়েছে ঠান্ডা হাওয়া,
কাঁপছে সারা অঙ্গ।
পূবের কোলে মেঘ জমেছে,
বৃষ্টি পড়ে ঝর – ঝর।
আকাশ ভরা অভ্রের খেলা,
অভ্রে অভ্রে হয়েছে বেলা।
শীত পড়েছে ঠান্ডা হাওয়া,
কাঁপছে সারা অঙ্গ।
প্রভাতের পাখিরা উড়ে গেছে দূরে,
আজ শূন্যে পড়ে রয়েছে নীড়।
শ্বেত পক্ষী নেইকো আজ,
তরী একলা পড়ে রয়েছে আজ।
শীত পড়েছে ঠান্ডা হাওয়া,
কাঁপছে সারা অঙ্গ।
নদীর দুই পারে তীরে,
কুজ্ঝটিকায় ঢাকা সারা নক্ষত্রলোক।।