সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) প্রভাত চৌধুরী

মহালয়া

মহালয়া শব্দটি সংস্কৃত, যেখানে মহ্ = পিতৃগণ
+ আলয় = আগমনকাল + আ
আবার আলয়-এ কোনো আগমনকাল পেলাম না
বাড়িঘরের সন্ধান পেলাম , পেলাম বিদ্যালয় ,
চিকিৎসালয় , অনাথালয় , এমনকী বেশ্যালয়ও
আবার দুর্গাপুজোর ঠিক আগের অমাবস্যাটি
মহালয়া নামে স্বীকৃত , মূলত বীরেন্দ্রকৃষ্ণ সূত্রে
এখনকার কিশোর-কিশোরীরা ওইদিন সকালে
ঘুম ভেঙে গেলই চলে যায় চ্যাটমোডে
এখান থেকে পিতৃগণের আগমনকালকে
চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য
তার থেকে বরং ‘ মহালয়া ‘ থেকে ‘ ম ‘ -টিকে
গ্রহণ করে মহিষমর্দিনীর জন্য অপেক্ষা করা যাক
এককাপ ব্ল্যাককফি এলে মন্দ হয় না
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।