ক্যাফে কাব্যে পৌষালি চক্রবর্তী
উপদ্রব
বেগুনি পাহাড়ের গায়ে সূর্যাস্ত হলে আমরা ধীরে ধীরে নীচে নেমে আসি
নিথর লাল পথ চলে গেছে কুশুমাশুলি চিরে
ঘাসফুল ফুটে আছে তার আলো রঙে
পথের ধারে বাঁধা আছে টনকো ছাগল
প্রকৃত মেষপালকের ভূমিকা শেষে দাওয়ায় ঠাকুমা বসে।
এতদূর এসে যারা শান্তির নীড় দেখলেন
তাদের জ্ঞাতার্থে জানাই
মাটির খড় গন্ধে মিশেছে বারুদের ঘ্রাণ,গুপ্তচর….
উপদ্রুত অঞ্চলে কবেই বা সিঁদুরে মেঘ দেখা গেছে?