রাত্রি ১১ টায় যে কবিতাটি লেখা হবে
সেই কবিতায় গুটিকয় তারা দ্যাখা যাবে
পাওয়া যেতে পারে নক্ষত্রলোকের জল
বর্ষাকাল বলে মেঘও থাকবে
মেষপালক থাকবে কিনা সে সম্পর্কে
আগাম কোনো বার্তা নেই
এজন্য বার্তাবিভাগে খোঁজখবর করা যেতে পারে
আর মেষপালক না থাকলে
বেহালাবাদকেরাও থাকবে না
এটা বলার জন্য
আজকের রাতটুকু অপেক্ষা করাই যেতে পারে
এখন সোমা কী বলে সেটা শোনা যাক
আর রূপমের এখন মৌনব্রত