কবিতায় পল্লব ভট্টাচার্য

জীবনকে ভালোবাসি
সব ইচ্ছেরা মিলে নীরব থাকার জোট বেঁধেছে
শরীরে এই স্থিরতা জেনেও মনে অস্থিরতা। ।
সমস্ত চাওয়া পাওয়া যখন একান্তে সমাধিস্থ
তবুও ক্ষোভের মাথায় যেন উদ্ভেদি তীব্রতা ।
নীরব অবসন্নতায় থাকি তো দুচোখ বুঁজে
তবুও রজ্জুর পাল্লায় দোলে যত ভুল ঠিক
কাঠগড়ায় দাঁড়িয়ে হাতে মিথ্যে ধরি গীতা
অকপটে অস্বীকার জীবন বেগতিক।
অমেরুদণ্ডীর মতো মনের মধ্যে ফোঁস
স্নায়ুতন্ত্র বিকল সবই মিথ্যে মুষ্ঠি ছুঁড়ি
মগজাস্ত্রে জং ধরেছে পাগলা গারদ খোঁজা
ভাঙা দেওয়াল শূন্য ঘর সেথায় মাথা খুঁড়ি।
পথে পথে পরিশ্রান্ত পান্থ,পকেট ফাঁকা
অন্নহীন পেটে তবু বেঁচে থাকার আশা
মৃত্যু স্থির জেনেও তবু মৃত্যকে ভয় পাই
মৃত্যু আছে জেনেই জীবনকে ভালোবাসা।