“বিভূতির পথে অপুর সাথে” অপরাজিত কবিতা -তে প্রবালকুমার বসু
প্রস্তাবের পরে
সে:
আমার ভিতরে এক সমুদ্র আছে
যার জল লােনা নয়
ডুব দিয়ে স্বাদ যদি নাও
কেটে যাবে সব অনিশ্চয়
আমার ভিতরে এক সমুদ্র আছে
মিশে তাতে আছে সাতশাে নদী
যদি এর একটিও চাও
ঝাঁপ দাও অতল অবধি
সখা:
ঝাপ দিয়ে দেখেছি
বারবার
পনেরােয়, উনিশে, সাতাশে
এখন এ বয়স ছুঁয়ে দেখি
নদীগুলাে শব হয়ে ভাসে
ঝাপ দেব কীসের অভিলাষে
ঝাঁপ দেব কীসের ভরসায়
সাতশাে নদীর থেকে ভালাে
ভিজে যাওয়া এখনাে
বর্ষায়