T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় পল্লব ভট্টাচার্য

প্রতিবাদে একসাথে
প্রতিবাদে প্রতিবাদে গড়ে উঠুক প্রতিরোধ
আড়াল যেন না হয় অপরাধ
ক্ষমা নয়–,করুণা নয়–,আর্তনাদ তিলোত্তমার
রঙ মেখে নয় আজকে বিষম্বাদ।
যতই করুক আত্মগোপন খুঁজে বাহির করো
শক্ত হাতে দুর্গা সেজে ত্রিশূল তুলে ধরো
নারী হওয়ার লাঞ্ছনা–আর কতদিন সবে?
আকাশ বাতাস মূখর করো আজকে মাভৈ রবে।
ঘুরছে যারা মুখোশ পরে,তাদের মুখোশ খোলো
পথে পথে প্রতিবাদের বজ্রমুষ্ঠি তোলো-
বুঝিয়ে দাও নারী–তোমরা–,নওকো দুর্বল
আজ তোমাদের পদাঘাতে–,ধর্ষকাসুর দলো।
পুরুষ–,তুমি মানুষ হলে–,তুমিও এসো সাথে
বুঝিয়ে দাও–,নারী একা নয়–, অন্ধকার পথে,
নারীই তোমার জননী কিংবা ভগ্নি কিংবা জায়া
পুরুষ নারী হোকনা এবারএকে অন্যের ছায়া ।।