কবিতায় পল্লব ভট্টাচার্য

ভালোবাসার মুঠো খুলে
কত সহজেই আমরা হারিয়ে যাই
অপরিচিতের ভীড়ে কেমন যাই মিশে।
ভীড় ঠেলতে ঠেলতে
ঘাম গায়ে— ধুলো মাখতে মাখতে
স্বর্গের সিঁড়ি ভাঙতে ভাঙতে
কত সহজেই পৌঁছে যাই নরকের দ্বারে।
একদিন মানুষ নামে বেঁচে ছিলাম
ভালোবাসার স্রোতে ভাসতে ভাসতে
পৌঁছে ছিলাম কোনো এক নারীর কাছে।
হয়তো সে দিয়েছিল বুকে ঠাঁই
যে বুকের গভীরে ডুব দিয়ে
খুঁজতে চেয়েছি বেঁচে থাকার শ্বাস
টানটান এক সুগভীর বিশ্বাস।
খুঁজতে চেয়েছি সেই নারীর
শরীরের ভিতর ঘুমিয়ে থাকা শরীর
যেখানে বন্দি আছে তার অব্যক্ত ইচ্ছায়
আমার অপরিমিত পরমায়ু।
আমাদের ফুল ছেঁড়া-বৃন্ত থেকে
নেশার আকাশে আনমনে মিশে যাওয়া।
আমরা জলের মতো বয়ে যাই
পাহাড় দুপাশে পেলে গড়ি উপত্যকা
সমস্ত ইচ্ছাকে সঙ্গমে মিশিয়ে দিয়ে
ভালোবাসার মুঠো খুলে আমরা ঘুরি একা।।