T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় পাভেল আমান

কাব্য ভাবনা
কবিতার প্রতিটি শব্দে
নিরন্তর প্রতিধ্বনিত
দিন যাপনের কথামালা
ব্যক্তি সত্তার পরতে পরতে।
কবিতার ছন্দময়তায়
এখনো তীব্র অনুভূত
দিন বদলের সাথে সাথে
বেঁচে থাকার নিদারুণ সংগ্রাম।
কবিতার বিবিধ ব্যঞ্জনায়
নিরবধি জুড়ে গেছে
নিত্য জীবনের বহমানতা
স্বতঃস্ফূর্ত ভাবনাকে সাঙ্গ করে।
কবিতার বৈচিত্র্যময়তায়
অহর্নিশ খুঁজতে আছি
জারিত চেতনার উৎকর্ষতা
পূর্ণতার বীজ বপন করে।
কবিতার শব্দমালায়
অবিরাম গেথে দিয়েছি
বহুমাত্রিক স্মৃতির ঝাঁপি
প্রতিটি পদক্ষেপের সম্পৃক্ততায়।