ক্যাফে কাব্যে পাভেল আমান

সৃষ্টি নেশা
ভাবুক মনের ডিঙ্গায় চড়ে
চলেছি সৃষ্টির সাগর গড়ে।
ছিন্ন করেও কালের বাঁধন
জারি থেকেছে জীবন সাধন।
আকাশ ছোঁয়ার স্বপ্ন আশায়
চেতনা জেগে ভুবন বাসায়।
পার্থিব সব পাওনা ভুলে
ভাবনাগুলো রেখেছি তুলে।
ছড়িয়ে দিয়ে সৃষ্টি রতন
জীবন মেলি মনো মতন।
মগ্ন বিভোর সুরের ভেলায়
হাঁটতে থাকি আনন্দ মেলায়।
সৃষ্টি নেশায় উঠছে জেগে
মানুষ তবু ছুটছে বেগে।
চারি দিকে ঝলমলে সাজ
জীবন খুঁজে বাঁচার কাজ।